দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জের বড়মোহা গ্রামে প্রতিপক্ষের হামলায় নাজিমুল ইসলাম জায়গীরদার (২০) নামের তরুণ খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নাজিমুল ইসলাম জায়গীরদার বড়মোহা গ্রামের আনছার মিয়া জায়গীরদারের পুত্র। সোমবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় নিহত নাজিমুল ইসলাম জায়গীরদারকে বড়মোহা গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
অপরদিকে, সোমবার (২৮ জুন) দুপুরে নিহত যুবকের পিতা আনছার মিয়া জায়গীরদার বাদী হয়ে দক্ষিণ সুনামঞ্জ থানায় একই গ্রামের খাঁ গোষ্ঠীর ৫১ জনকে এজাহার নামীয় আসামি ও গং ১০/১২ জন উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে বড়মোহা গ্রামের মৃত খলিল খানের ছেলে আমিন খাঁন (২১), আবুল খয়ের খাঁনের ছেলে জাহির আলম খাঁন (৩৫) ও মৃত গোলাপ খাঁনের ছেলে মনতছির খাঁন (৬৫) গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে।
নিহতের বাবা আনছার মিয়া জায়গীদার জানান, আমার ছেলেটা খুব ভাল খেলাধুলা জানতো এবং লেখাপড়ায় মেধাবী। এবছর সে জাউয়া বাজার কলেজে ডিগ্রিতে পড়ালেখা করছিল। গ্রাম্য খেলাধুলায় সামান্য ঝগড়া বিবাদ হতে পারে। তাই বলে গত রবিবার সন্ধ্যায় খেলাখুলার ঝগড়া নিয়ে খাঁ গোষ্ঠীর লোকজন আমার বসতবাড়িতে হামলা চালিয়ে আমার ছেলে নাজিমুল ইসলাম জায়গীরদারকে হত্যা করবে এটা ভাবতেই পারিনি। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জহিরুল ইসলাম তালুকদার জানান, খেলাধুলার ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে বিজ্ঞ আদালতে চালান দেয়। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।