স্টাফ রিপোর্টার::
শাল্লা উপজেলায় জুয়া খেলার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলা সদরের অদূরে সুলতানপুর গ্রামের গফুর মিয়ার বাড়িতে জুয়ার আসর থেকে খেলার সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল- সুলতানপুর গ্রামের জাফর আলীর ছেলে কবির হোসেন (৩৫), আ. আজিজের ছেলে আবু বক্কর (২৪), লাল মিয়ায় ছেলে ঝিলন মিয়া (৩৪) ও আদম আলীর ছেলে মকবুল হোসেন (২১)। এ ব্যাপারে শাল্লা থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ নূর আলম বলেন, গ্রেফতারকৃত চার জনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।