স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নের উসাইরগাঁও গ্রামে তাঁর মেয়ের বাড়ির শোয়ারঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
বীর মুক্তিযোদ্ধা কালা মিয়া (৭২) একই ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামের মৃতা আব্দুল বারীর ছেলে। তিনি পার্শ্ববর্তী উসাইরগাঁও গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।
পরিবার জানায়, রোববার ভোররাতে বীর মুক্তিযোদ্ধা কালা মিয়ার ছেলে সালমান প্রাতঃরাশের জন্য ঘুম থেকে উঠার পর দেখেন তার বাবার লাশ ঘরের তীর-বাঁশের সাথে রশি দিয়ে ঝুলানো। পরে স্বজনরা দোয়ারাবাজার থানাপুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বিষণ্নতা থেকে বীর মুক্তিযোদ্ধা কালা মিয়া আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। মৃত্যুর কারণে নিশ্চিতে তদন্ত চলছে।