বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) ২০২১-২২ মেয়াদের ২৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম ইফতেখার মাহমুদ এবং সাধারণ সম্পাদক বণিক বার্তার উপ-নগর সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।
শনিবার দুপরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর ট্রেনিং বিল্ডিং অডিটরিয়ামে বিএজেএফের তৃতীয় দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।
কমিটির অনান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ইত্তেফাকের এম এ জলিল মুন্না, সহ-সভাপতি ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ইয়াসির ওয়ার্দাদ তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের জহির মুন্না ও সারাবাংলা ডটনেটের এমদাদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক ঢাকাপোস্ট ডট কমের আবু খালিদ, সহ-সাংগঠনিক সম্পাদক কালের কণ্ঠের রোকন উদ্দিন মাহমুদ, কোষাধ্যক্ষ ডেইলি সানের আনম মহিবুব উজ জামান, প্রচার সম্পাদক বাংলানিউজ২৪ ডট কমের মো. মফিজুল ইসলাম, দফতর সম্পাদক সকালের সময়ের আল-আমিন, প্রকাশনা সম্পাদক সমকালের জাহিদুর রহমান, গবেষণা সম্পাদক যমুনা টেলিভিশনের সুশান্ত সিনহা, নারী বিষয়ক সম্পাদক ৭১ টেলিভিশনের কাবেরী মৈত্রেয়, প্রশিক্ষণ সম্পাদক দ্যা বিসনেস পোস্ট-এর মেহেদী আল-আমিন, আন্তর্জাতিক সম্পাদক ডেইলি স্টারের মোহাম্মদ আল-মাসুম মোল্লা, তথ্য সম্পাদক বিটিভির মিনাক্ষী চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দ্যা বিসনেস স্টান্ডার্ডের মো. শওকত আলী, বিষয়ক সম্পাদক পলিটিক্স নিউজ২৪ ডট কমের সালেহ মোহাম্মদ রশীদ অলক।
অন্যদিকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের আবু আলী, নিউ এজের ইমরান হোসেন, বিটিভির দিনার সুলতানা, সময় টেলিভিশনের শুভ খান ও ভোরের কাগজের মরিয়ম সেজুতি। – সংবাদ বিজ্ঞপ্তি