দিরাই প্রতিনিধি ::
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল বুধবার। ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির জন্মদিনের শুভক্ষণেও এক হতে পারলনা দিরাই আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানা যায়, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক প্রদীপ রায় ও সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া বলয়ের নেতাকর্মীরা পৃথকভাবে পালন করেন। প্রদীপ বলয় উপজেলা পরিষদ রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সুহেল আহমেদ, সহ-সভাপতি সিরাজ দৌলা, সাধারণ স¤পাদক প্রদীপ রায়, সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলার সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে মোশাররফ বলয় দিরাই পুরান বাজার লঞ্চঘাটের কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এতে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী একাধিক নেতৃবৃন্দ বলেন, জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জীবদ্দশায় আমাদের দলে কোনো বিভাজন ছিল না । দলে কোনো সমস্যা হলে তিনি সবাইকে পরামর্শ করে সমাধান দিতেন। সুরঞ্জিতবিহীন আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। দলের নিবেদিত প্রাণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক প্রদীপ রায় ও সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়ার বিরোধ এখন তুঙ্গে। সুরঞ্জিত সেনগুপ্ত বেঁচে থাকলে কখনো এমন হতোনা। জেলা নেতৃবৃন্দ অচিরেই ব্যবস্থা না দিলে বঙ্গবন্ধুর প্রিয় দল চলে যাবে হাইব্রিডদের দখলে। দলের নেতৃত্বে আসুক ত্যাগীরা সেটাই আমাদের প্রত্যাশা।