স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সদস্য অ্যাডভোকেট মলয় বিকাশ চৌধুরী’র মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার-এর সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক আখতারুজ্জামান আহমদের পরিচালনায় দায়রা জজ আদালতের এজলাস কক্ষে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আলহাজ্ব আবু আলী মো. সাজ্জাদ হোসাইন, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, অ্যাড. রবিউল লেইস, পিপি অ্যাড. শামসুন নাহার বেগম, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অ্যাড. প্রদীপ কুমার আচার্য্য, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।
শোক :
সুনামগঞ্জ জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের সাবেক সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সিনিয়র আইনজীবী মলয় বিকাশ চৌধুরী মঙ্গলবার (২২ জুন) রাত ১১টা ৫৫ মিনিটের সময় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নৃপেশ তালুকদার নানু, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রণব কান্তি দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, পৌর কমিটির সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আঁচল, সাধারণ সম্পাদক সন্তোষ রায় সন্তু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিত চক্রবর্তী, সদর উপজেলা কমিটির আহ্বায়ক চন্দন কুমার দাস, সদস্য সচিব অ্যাডভোকেট অনুপ কুমার ধর, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়, শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার দেব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার ধরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।