স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের দিকনির্দেশনায় সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাগুরা গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
পর্যায়ক্রমে এ গ্রামে ৩ হাজার বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে।
কর্মসূচির উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও সদর উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য নূরুল ইসলাম বজলু ও কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মাগুরা গ্রামের বিশিষ্ট সমাজসেবী হাজী উসমান আলী, মো. মদরিছ আলী, মাস্টার তাহির আলী, ৮নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল গফুর, কাঠইর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল ওয়াহাব, মো. আবুল কাহার, মো. আজির উদ্দিন, মো. আব্দুর রফিক, মো. আব্দুল মতিন, মো. হাবিবুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. মখতিছ প্রমুখ।