স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে ৭১২ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) দুপুরে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর থানার ইসলামপুর এলাকার মো. মোস্তফা কামালের ছেলে মো. সামছুল হক (১৮) ও মো. সেলিম মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (১৮)। শনিবার (১৯ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যা¤েপ) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীর নগর ইউপির আইমাগাঁও-কামারগাঁও এলাকায় অভিযান চালায়। এসময় ৭১২ পিস ইয়াবা জব্দসহ মো. সামছুল হক ও মোঃ রাকিব মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।