স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জবাজারের সিএনজি স্ট্যান্ড মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হক।
হা-ডু-ডু খেলা পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার মো. হাবিবুর রহমান জানান, খেলায় তিনটি দল অংশ নেয়। রামেশ্বরপুর বনাম শ্রীনাথপুর দল উদ্বোধনী ম্যাচ খেলে। এতে রামেশ্বরপুর দল পরাজিত হয়। শ্রীনাথপুর দল বনাম সিএনজি স্ট্যান্ড দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শ্রীনাথপুর দলকে পরাজিত করে সিএনজি স্ট্যান্ড দল বিজয়ী হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আর্শ্বাদ আলী। খেলায় প্রথম পুরস্কার ছিল একটি খাসি। দ্বিতীয় পুরস্কার ট্রফি।
সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়াবিদ আনোয়ার হোসেন, বদরুজ্জামান, রাজু, সালেহ আহমদ কবির, প্রবাসী জাকির হোসেন, সুহেদ, শাহ-আলম, আব্দুন নুর প্রমুখ।
ইউপি চেয়ারম্যান নূরুল হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে দর্শকরা খেলা উপভোগ করেছেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও আমাদের সন্তানদের মনোযোগী হতে হবে।
পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, প্রতি বছরেই আমরা সারা জেলাব্যাপী খেলোয়াড়দের দাওয়াত করে আমাদের ইউনিয়নে খেলা দিয়ে থাকি। যুব সমাজ খেলাধুলা চর্চায় থাকলে বাজে অভ্যাস পরিহার করবে। তাই আমরা নিজেদের অর্থায়নে যুব সমাজকে সব ধরনের খেলাধুলায় মনোযোগী করতে প্রতিযোগিতার আয়োজন করি।