স্টাফ রিপোর্টার ::
র্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ দুই যুবক গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৮ জুন) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যা¤প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি এলাকা থেকে গ্রেফতার করে। বুধবার (৯ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। গ্রেফতারকৃতরা হল মৃত সামছুল হকের পুত্র মো. সুলেমান (৩৪) ও মো. আব্দুল মান্নানের পুত্র মো. আবিদ হাসান (২৪)। তারা দু’জনই ওয়েজখালি এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ওয়েজখালির এহসান মার্কেটের নানা-নাতি রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিভলবার জব্দসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।