স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জের বহুল আলোচিত ইজিবাইক চালক সিকন্দর আলী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও হত্যায় জড়িতদের গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন জামালগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই লিটন রায়। গত সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বহুল আলোচিত ক্লুলেস হত্যাকাণ্ডের ১২ দিনের মধ্যে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, হত্যায় জড়িত আসামিদের গ্রেফতার, হত্যায় ব্যবহারকৃত আলামত জব্দ করায় এ পুরস্কার পান তিনি।
এসআই লিটন রায় বলেন, পুলিশ সুপার মহোদয়, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) বাবুল আখতার মহোদয়, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম মহোদয়দের দিকনির্দেশনায় আমি সবসময় আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি। সিকন্দর হত্যা মামলায় আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিলো আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। সিনিয়র স্যারদের সহযোগিতার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। ধন্যবাদ জানাই থানার সকল অফিসার ও ফোর্সদের যাদের সাহায্য সব সময় পেয়েছি। পরিশেষে বলতে চাই আমি যেন সারাজীবন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে জনগণের সেবা করতে পারি।