স্টাফ রিপোর্টার ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং ২০২১-২০২২ অর্থবছরের বাজেটকে জনবান্ধব বলে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের নির্দেশনায় সদর উপজেলা যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে।
সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলের সভাপতিত্বে শহরের রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রুপন আহমদ, কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া, মো. সজীব, মো. এনাম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, যুবলীগ নেতা জীবন তালুকদার, কাঠইর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার, জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়, ছাত্রলীগ নেতা নৃপেশ, রাহুল, অপূর্ব, কংকন, সুজন, সৌরভ, প্রাণেশ প্রমুখ। পরে নেতাকর্মীরা বাজেটকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল বের করেন।