স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ডুবে হুমায়রা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের আলী জাহানের কন্যা। সোমবার (৬ জুন) মন্দিয়াতা গ্রাম সংলগ্ন হাওরে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ওইদিন দুপুরে নিজ বাড়ির উঠানে শিশু হুমায়রা তার সঙ্গীদের সাথে খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পেছনে নৌকায় উঠে খেলতে গিয়ে হাওরের পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে হাওর থেকে তার মরদেহ উদ্ধার করেন।