স্টাফ রিপোর্টার ::
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম)কে পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম তার হাতে পুরস্কার তুলেন দেন।
উল্লেখ্য, সম্প্রতি ছাতকের চাঞ্চল্যকর শিশু সাব্বির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করেছিলেন এসআই হাবিবুর রহমান পিপিএম।
এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, চাকুরি জীবনে স্বীকৃতি স্বরূপ এ ধরনের সম্মাননা কর্মক্ষেত্রে কাজের চ্যালেঞ্জিং ¯পৃহা তৈরি করে। এ জন্য তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।