স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ হলি চাইল্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ, জেলা খেলাঘরের সম্পাদকমণ্ডলীর সদস্য, হাওর বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মানিক মোহন চন্দ আর বেঁচে নেই। সোমবার (৭ জুন) সন্ধ্যা পৌনে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত রোববার (৬ জুন) হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতে শহরের ধোপাখালিস্থ শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
অধ্যক্ষ মানিক মোহন চন্দের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ও জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, বীর মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, জেলা খেলাঘরের সাধারণ রাজু আহমেদ, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমেদ নূর, পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, চঞ্চল কুমার লোহ, সৈয়দ ইয়াসিনুর রশিদ, সামিনা চৌধুরী মনি, আহসান জামিল আনাস, আবুল হাসনাত মো. কাউসার প্রমুখ।