স্টাফ রিপোর্টার ::
‘সুনামগঞ্জ ৭১ টিভি’র ব্যবস্থাপনায় ‘শাহীন ট্রেডার্স মিনিবার ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন হয়েছে। রোবাবর বিকেলে শহরের বিলপাড় মাঠে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মানব তালুকদার, শামসুল কাদির মিছবাহ, আমিনুল হক, সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক কাঞ্চন বৈদ্য। এ সময় উপস্থিত ছিলেনশাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, পরিচালনা কমিটির সদস্য আসাদ, শাহরিয়া, ইমন, নোহান। টুর্নামেন্টে ২২টি টিম অংশগ্রহণ করছে।