সুনামকণ্ঠ ডেস্ক ::
তিন দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছিনতাই হওয়া আইফোন। পুলিশ বলছে, ফোন উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। খুব শিগগির পাওয়া যাবে মোবাইল।
বুধবার (০২ জুন) বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান গণমাধ্যমকে বলেন, মন্ত্রীর মোবাইল চুরির ঘটনায় রোববার (৩০ মে) রাতে একটি মামলা হয়েছে। এই ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হুমায়ুন বাদী হয়ে মামলাটি করেছেন।
তিনি আরও বলেন, মোবাইল চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ, ডিবি, সিআইডি কাজ করছে। আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি আমরা মোবাইল পেয়ে যাবো।
এর আগে গত রোববার (৩০ মে) সন্ধ্যার পর গাড়ির জানালার কাঁচ নামিয়ে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। বিজয় সরণি সিগন্যালে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (০১ জুন) মন্ত্রণালয়ে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ফোনে কথা বলার সময় ছিনতাইকারী হাত থেকে টান দিয়ে ফোন ছিনিয়ে নিয়েছে। ফোনটি আমার ছেলে কিনে দিয়েছিল।