পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সাথে সাক্ষাৎ করেছেন উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদের নেতৃবৃন্দ। গত সোমবার (৩১ মে) সন্ধ্যায় পরিকল্পামন্ত্রীর সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উত্তর-সুরমা চাকুরিজীবী পরিষদের সভাপতি আব্দুল মান্নান চৌধুরী (উপ-পরিচালক, নায়েম), উপদেষ্টা মো. আব্দুল কুদ্দুস মিয়া (জিএম প্রাণ আরএফএল), সহ-সভাপতি অহিদ মিয়া, (পুলিশ ইন্সপেক্টর), আবুল কালাম আযাদ (এক্সিকিউটিভ অফিসার, যমুনা ব্যাংক লিমিটেড), মার্সেন্টাইজার নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক স¤পাদক কর্পোরাল আলমগীর হোসেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণের আশ্বাস দেন। – সংবাদ বিজ্ঞপ্তি