সুনামকণ্ঠ ডেস্ক ::
কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য বোর্ড গঠন ও শিক্ষকদের প্রশিক্ষণসহ বাজেটে ১০ হাজার কোটি টাকা আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছে অভিভাবক-ছাত্র-শিক্ষক জাতীয় মঞ্চ। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন থেকে এ দুটি ছাড়াও আরও তিনটি দাবি তোলা হয়।
আগামী ১৩ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে অভিভাবক-ছাত্র-শিক্ষক জাতীয় মঞ্চ। এ ছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা অনুযায়ী কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধনপ্রক্রিয়া গতিশীল যাতে হয়, সেই দাবি তোলা হয়েছে। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে পানি ও বিদ্যুৎ বিল আবাসিক হারে নির্ধারণের দাবি করে এ মঞ্চ।
মানববন্ধনে অভিভাবক-ছাত্র-শিক্ষক জাতীয় মঞ্চের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা মুঠোফোনে আসক্ত হচ্ছে। বাল্যবিবাহ বেড়েছে। মাদকাসক্ত ও অপরাধে জড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা। তাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের আগেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।