দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ-এর সাথে মতবিনিময় করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বজলুর রহমান, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, সদস্য সচিব এম এ মোতালিব ভুঁইয়া, সিনিয়র সাংবাদিক ও কবি হাবীবুল্লাহ হেলালী, সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ।
এসময় নবাগত নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, আমি জনগণের সেবক। জনগণের সেবা করতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।