শাল্লা প্রতিনিধি ::
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক কালীপদ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন শাল্লা থানার অফিসার ইনচার্জ নূর আলম, উপজেলা শিক্ষা অফিসার দ্বীন মোহাম্মদ, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল প্রমুখ।