স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় ও ৩য় তলা) ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজ উদ্বোধন করেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটি নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ। এটি নির্মাণে ব্যয় হবে ১ কোটি ২৪ লাখ টাকা।
নির্মাণকাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পারভেজ আহমদ, উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক জুবের আহমদ অপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ স¤পাদক সজ্জাদুর রহমান সাজু, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আহসান জামিল আনাস, বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির, জাপা নেতা আব্দুল কদ্দুস, জেলা স্বেচ্ছাসবেক পার্টির সাধারণ স¤পাদক সাজিদুর রহমান সাজিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক রকিবুল আলম রুহেল, শিবলু আহমেদ চৌধুরী, বদরুল আলম, শাহিন আহমেদ মিন্টু, মাওলানা রফিকুল ইসলাম, সেলিম আহমদ প্রমুখ।
এর আগে প্রশিক্ষিত নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। সরকার থেকে প্রাপ্ত নিজস্ব বরাদ্দ হতে তিনি এই সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক রসিদ আহমদ, সদস্য সচিব মনির উদ্দিন মনির প্রমুখ।