স্টাফ রিপোর্টার ::
রণেন্দ্র তালুকদার পিংকু ও শামস শামীম সম্পাদিত ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মারকগ্রন্থ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, লেখক সুখেন্দু সেন, কোহিনূর বেগম, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক পংকজ কান্তি দে, খলিল রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শামস শামীম।