স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সাহিত্য সংসদ (সুসাস)-এর পাঠাগার স্থাপনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার বিকেলে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি কবি শেখ একেএম জাকারিয়া। সভায় উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের প্রধান উপদেষ্টা দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় অফিসার ও কবি মাসুদ আহমদ, সাংবাদিক রেজাউল করিম, লেখনি সাহিত্য সংসদ-এর সভাপতি লেখক মাওলানা মতিউর রহমান, সুসাস’র সহ-সভাপতি কবি মাহবুব সালমান, সাধারণ সম্পাদক কবি ওবায়দুল মুন্সী, অনুষ্ঠান সম্পাদক তৈয়বুর রহমান, নির্বাহী সদস্য ফখরুল হাসান, নাহিদ আহমদ, সাগর আহমদ প্রমুখ। উক্ত সভায় পাঠাগার স্থাপনের বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।