শাল্লা প্রতিনিধি ::
শাল্লা উপজেলায় পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে শাল্লা ইউনিয়নের রৌয়া গ্রামের রথীকান্ত দাসের স্ত্রী মায়া রাণী দাস (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্থানীয়রা জানান, মায়া রাণী দাসের ছেলে হৃদয় দাস বৈদ্যুতিক পাখা ঘরে লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে গিয়ে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
অন্যদিকে, শনিবার দুপুরে বাহাড়া ইউনিয়নের হরিপুর গ্রামের সুধাংশু তালুকদারের ছেলে হিমাংশু তালুকদার (২৯) বিষ পানে আত্মহত্যা করেন।
জানাযায়, স্থানীয়রা রঘুনাথপুর গ্রামের হাওর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল আকরাম বলেন, হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয় ছেলেটির।
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ নূর আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নারী মারা গেছেন আর একটি ছেলে বিষপানে মারা গেছে। ছেলেটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।