বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, সুনামগঞ্জ জেলা কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে পৌরবিপণিস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটিতে অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শহীদকে আহ্বায়ক ও ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুস শহীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক ও বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. রুহুল আমিন, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সাংগঠনিক স¤পাদক মো. উস্তার আলী, আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মো. জিয়াউর রহমান, সিনিয়র শিক্ষক দিপঙ্কর শর্মা চৌধুরী, দারুল হুদা মাদ্রাসার শিক্ষক সোহেল আলম, আব্দুল আহাদ শাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর হোসেন, সিনিয়র শিক্ষক মোহিত রঞ্জন দাশ, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো, শাহ আলম, দ্বীনি সিনিয়র মাদ্রাসার শিক্ষক নাজমা সুলতানা, মিয়ারচর পাচগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী এরশাদ বাবলু, আলহাজ্ব জমিরুনুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আন্তর্জাতিক স¤পাদক মো. বুরহান উদ্দিন।
এর আগে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক সুচিত্রা চৌধুরীর শিশু পুত্রের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক প্রকাশ হয়। -সংবাদ বিজ্ঞপ্তি