তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) বালিকা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন তালুকদার, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ তালুকদার, বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আহমদ, আওয়ামী লীগ নেতা নুর হোসেন মল্লিক, জুলহাস মল্লিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার
প্রমুখ।
উদ্বোধনী খেলায় তাহিরপুর সদর ইউনিয়ন বাদাঘাট ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে।