জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মৃত মান উল্লাহ ওরফে আজিজুর রহমান তালুকদারের ছেলে জয়নাল আবেদীন তালুকদার, মিরপুর ইউনিয়নের আমড়াতেই গ্রামের আমজাদ মিয়ার ছেলে আবদাল মিয়া (হিরা) ও সান্দিরগাঁও গ্রামের আবদুল হান্নানের ছেলে আবুল কাশেম ফটিক।
এর মধ্যে চাঞ্চল্যকর মাসুম হত্যা মামলার আসামি জয়নাল আবেদীন তালুকদার ও অন্য পৃথক মামলার আসামি আবদাল মিয়া হিরা ও আবুল কাশেম ফটিক। থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।