1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৮ মে, ২০২১

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় অবদান রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এই হাওর অঞ্চল সুনামগঞ্জবাসীর উচ্চ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে হাওরপাড়ের মানুষের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বাস্তবায়ন ও শিক্ষাক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতে সুনামগঞ্জ অনেকটাই এগিয়ে যাবে। তাই হাওরবাসীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জে স্থাপিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের অধ্যক্ষ ডা. মনোজ মজুমদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জের প্রভাষক ডা. শাহাদাৎ হোসেন ও ডা. দেবজ্যোতি, সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন প্রমুখ।
অপরদিকে সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) আরডি মৎস্যচাষীদের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com