দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মো. ইয়াছিন মিয়া জানান, বৃহস্পতিবার (২৭ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সদের নিয়ে পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ছালিম উদ্দিনকে (৪৫) গ্রেফতার করা হয়। সে দক্ষিণ সুনমাগঞ্জ থানা এলাকার পাগলা ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত কালা মিয়ার পুত্র।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, ছালিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।