স্টাফ রিপোর্টার ::
ছাতকে সড়ক দুর্ঘটনায় রাজু আহমদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের আনখা মিয়ার পুত্র। বুধবার দুপুরে ছাতক-জাউয়া সড়কের আছাকাছর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে সে জাউয়াবাজার যাচ্ছিল। এ সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা রাজু আহমদকে উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।