দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামানের সাথে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার, মুক্তিযোদ্ধা মসদ আলী, তারিফ আলী, সুশীল ব্যানার্জি, অঞ্জন কুমার দাস, শের আলী, মফিজ আলী, মাখর আলী, পছন্দর আলী এবং দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক মো. নুরুল হক, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক ইয়াকুব শাহারিয়ার, সাংস্কৃতিক স¤পাদক এম এম ইলিয়াছ আলী, নির্বাহী সদস্য এম এ কাশেম চৌধুরী, সামিউল কবির, ছায়াদ হোসেন সবুজ। পরিচিতি ও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি শায়েখ মাওলানা জামাল উদ্দিন, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ স¤পাদক ননী গোপাল দাস ও মিল মালিক সমিতির সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম।