দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দার (৭০) আর বেঁচে নেই। বুধবার দুপুর ১টায় দিরাই উপজেলা পরিষদ রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সন্ধ্যা ৬টায় দিরাই বিএডিসি মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন শায়েখ আল্লামা নূরুল ইসলাম খান।
জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান এহসান চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দারসহ জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এদিকে, দিরাই উপজেলা আ.লীগ সভাপতি ও করিমপুর ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সিলেট কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমেদ, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক প্রমুখ।
শোক বার্তায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, আছাব উদ্দিন সর্দার আজীবন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে রাজনীতি করেছেন। দলের দুর্দিনে তিনি সব সময় নেতাকর্মীদের পাশে ছিলেন। আছাব উদ্দিন সর্দার ছিলেন সুরঞ্জিত সেনগুপ্তের অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আছাব উদ্দিন সর্দার আজীবন জনতার ভালোবাসায় সিক্ত হয়ে চার বার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দীর্ঘ দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেন। আমৃত্যু তিনি এ দুটি মহান দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ জন্মস্থান উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামে আছাব উদ্দিন সর্দারের মরদেহ দাফন করা হবে।