তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহকে বিদায় ও নবযোগদানকারী তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সহ-সভাপতি মোশাররফ হোসেন, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জুনাব আলী, উত্তর বড়দল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক বাবুল মিয়া, উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, উপজেলা মহিলা যুবলীগ আহ্বায়ক আইরিন আক্তার, উপজেলা কৃষকলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক খসরু ওয়াহিদ চৌধুরী, বড়দল গ্রামের মোশায়েক শাহ, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন মঈনুল হক ও পবিত্র গীতাপাঠ করেন সুধাংশু গাঙ্গুলি রতন।