জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের হিজলা নামক স্থানে।
জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়াসহ স্থানীয়রা জানান, বুধবার জগন্নাথপুর থেকে একটি যাত্রীবাহী মিনিবাস সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের হিজলা নামক স্থানে সড়কে বৃষ্টিভেজা পিচ্ছিল মাটি থাকায় যাত্রীবাহী মিনিবাসের চাকা ফসকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়ির চালক যাত্রীদের বাঁচাতে সরাসরি সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করেন। তা না হলে গাড়িটি পাশের খালে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। এতে গাড়ি চালক হরমুজ আলী, ইকড়ছই গ্রামের আক্তার হোসেন, কবির হোসেনসহ ৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে গাড়ি চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ যাত্রীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।