জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের কাছে ৫ আসামি আত্মসমর্পণ করেছেন। তারা হলেন জগন্নাথপুর উপজেলার রমাপতিপুর গ্রামের মৃত কানু রায়ের ছেলে জীবন রায়, মৃত কৃপাসিন্ধু রায় ওরফে খোকা রায়ের ছেলে সুধন রায়, ভাগবত রায়ের ছেলে দ্বীপ রায়, মৃত কুমেদ রায়ের ছেলে ঝন্টু রায় ও মৃত কুসুম রায়ের ছেলে ভাগবত রায়।
জানাগেছে, বেশ কিছু দিন ধরে রাস্তায় মাটি কাটা নিয়ে রমাপতিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজল মিয়া ও আকমল হোসেনের লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অনেকে আহত হন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে। এর মধ্যে গত সোমবার কাজল মেম্বার পক্ষের মামলায় আকমল পক্ষের ৩৬ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। ঘটনার একদিনের মাথায় আকমল পক্ষের মামলায় কাজল মেম্বার পক্ষের এই ৫ জন আসামি জগন্নাথপুর থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী আসামিদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান ও এসআই মির্জা সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।