জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরের কৃতী সন্তান যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস-এর বারবার নির্বাচিত কাউন্সিলর জেনিথ রহমান দ্বিতীয় মেয়াদে টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানিয়ে “নিরাপদ সড়ক চাই” জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে গত শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না ও সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া, বকুল মিয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার, ব্যবসায়ী খালিক আহমদ, নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নুল হক জয় প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জালাল হোসেন। সভায় যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস-এর নবনির্বাচিত ডেপুটি স্পিকার জেনিথ রহমানের সফলতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।