স্টাফ রিপোর্টার ::
ভারতে পালিয়ে যাওয়ার সময় তাহিরপুরে জাহাঙ্গীর আলম হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (২২ মে) উপজেলার সীমান্ত এলাকা থেকে জাহাঙ্গীর আলম (২৩) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
জানাযায়, গত রোববার রাতে সীমান্তগ্রাম কড়ইগড়া রাজাই এলাকা থেকে হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল-তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে তৌহিদুল ইসলাম ভূইয়া, মাহারাম উত্তর পাড়ার আব্দুল মজিদের ছেলে আহসান হাবিব, একই পাড়ার হারুনুর রশীদের ছেলে সুলাইমান।
সোমবার (২৪ এপ্রিল) তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কি কারণে ঐ হত্যাকাণ্ড এবং আরও কেউ জড়িত আছে কি না সেই জন্য পুলিশ তিন আসামির ৭ দিনের রিমান্ড চাইবে।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত সেটি খুঁজে বের করতে পুলিশের একটি টিম তদন্ত চালায়। এক পর্যায়ে গত রোববার রাতে অবৈধভাবে ভারত যাওয়ার পথে তিনজনকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে গত শনিবার জাহাঙ্গীর আলম (২৩) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত যুবকের বাবা মোহাম্মদ আলী পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ হতে ১০ জনকে অভিযুক্ত করে রাতে তাহিরপুর থানায় হত্যা মামলা করেন।