সুনামকণ্ঠ ডেস্ক ::
সোমবার (২৩ মে) সিলেটে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত ২০ বছরের মধ্যে সিলেটে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০০১ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে সোমবারের তাপমাত্রা গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছেন সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
গত ২০ বছরের মাঝে কোনো মে মাসে তাপমাত্রা এত বেশি হয়নি জানিয়েছেন তিনি বলেন, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।