পৌরশ্রমিক কল্যাণ সংগঠনের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে গত ২১ মে শহরের সুরমা মার্কেটে নিজস্ব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি রনজিত তালুকদার। উক্ত সভায় সুজিত সরকারকে সভাপতি এবং মানিক তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি মোস্তাক আহমদ, সহ-সাধারণ সম্পাদক অনুকূল দাস, সহকারী সম্পাদক জিতেন বর্মণ, কোষাধ্যক্ষ মনধন সরকার, সহকারী কোষাধ্যক্ষ নিখিল সরকার, প্রচার সম্পাদক সজল দাস, সহকারী প্রচার সম্পাদক শ্যামচরণ দাস, ক্রীড়া সম্পাদক অনুরুদ্র দাস, কার্যনির্বাহী সদস্য তফজ্জুল হোসেন টুকুন, বুরহান উদ্দিন, নূরুল বারী, দিলীপ চাকলাদার।
উল্লেখ্য, গত ১০ মার্চ কমিটি বিলুপ্ত করে তফজ্জুল হোসেন টুকুন মিয়াসহ ১২ জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের পূর্বে ওই কমিটি সমিতির কাজ পরিচালনা করে। – সংবাদ বিজ্ঞপ্তি