স্টাফ রিপোর্টার ::
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে মানববন্ধন করেছেন ৮ সংগঠন। শুক্রবার সকালে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের যৌথ আয়োজক ছিল জেলা মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর আসর, প্রগতি লেখক সংঘ, জেলা কমিউনিস্ট পার্টি, জেলা যুব ইউনিয়ন, জেলা ছাত্র ইউনিয়ন ও বন্ধুসভা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা উদীচী’র সভাপতি শীলা রায়, জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি রমেন্দ্র কুমার দে, জেলা খেলাঘর আসরের সভাপতি ও জেলা উদীচী’র সাবেক সভাপতি বিজন সেন রায়, জেলা মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সুনামগঞ্জ বন্ধুসভার সহ-সভাপতি কনক চক্রবর্তী প্রমুখ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সাংবাদিক আনোয়ারুল হক, প্রভাষক দুলাল মিয়া, তরুণ সমাজকর্মী নাসিম চৌধুরী, বন্ধুসভার সহসভাপতি প্রদীপ পাল, সাধারণ সম্পাদক শাহজাহান আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দেব, আশরাফুজ্জামান বাবলু, মো. আকিক মিয়া, বিনয় বর্মণ, রুবেল পাল, জাকের আহমদ, হেপি তালুকদার, শর্মী তালুকদার, নাহিদ আহমদ প্রমুখ।