বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে ট্রলি চাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত গুলেরাজ বেগম (৭০) তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামের হাজব আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সিরাজপুর গ্রাম সংলগ্ন ব্রিজের পশ্চিম দিকে সিএনজি’র জন্য গুলেরাজ বেগম অপেক্ষা করছিলেন। এ সময় মাটিভর্তি বেপরোয়া গতির একটি ট্রলি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ট্রলি চাপায় নারী নিহত

Leave a Reply