1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : প্রথম দিনেই অনুপস্থিত ৩২৮৫ জন

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়নি ৩ হাজার ২৮৫ শিক্ষার্থী। ৪৭ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৪৩ হাজার ৭৫৪ জন। উপস্থিতির হার ৯৩.০২। পরীক্ষায় অংশগ্রহণ ও অনুপস্থিতির দিক দিয়ে মেয়েদের হার বেশি। পরীক্ষায় ১ হাজার ৬৮২ জন মেয়ে ও ১ হাজার ৬০৩ জন ছেলে অনুপস্থিত ছিল। এদিকে উপস্থিতির দিক দিয়ে সবচেয়ে কম শিক্ষার্থী অংশ নিয়েছে দিরাই উপজেলায়। এ উপজেলায় উপস্থিতির হার ৮৯.৬৮। সবচেয়ে বেশি উপস্থিতির হার জগন্নাথপুর উপজেলায়। এ উপজেলায় উপস্থিতির হার ৬৫.৬২। জেলায় এবার ৪৭ হাজার ৩৯জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল। অন্যদিকে ইবতেদায়িতে ৫৫৮ জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৮৬।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় প্রাথমিক সমাপনীর ১৮৭টি কেন্দ্রে রোববার সকাল সাড়ে ১০টায় শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় ৪৩ হাজার ৭৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়। সুনামগঞ্জ সদর উপজেলায় ৯৫.৪৭, দোয়রাবাজারে ৯২.২২, বিশ্বম্ভরপুরে ৯১.৬১, ছাতকে ৯৪.২৫, তাহিরপুরে ৯১.৫৭, জামালগঞ্জে ৯২.৮৬, ধর্মপাশায় ৯৩.৬৫, শাল্লায় ৮৯.৯৮, দক্ষিণ সুনামগঞ্জে ৯১.৬৯ ভাগ শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় অংশ না নেওয়ায় শিক্ষার্থীরা ঝরে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ইবতেদায়ি সমাপনী পরীক্ষা ৯৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ইবতেদায়িতে মোট ৩ হাজার ৫৭৬জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে রেজিস্ট্রেশন করেছিল ৪ হাজার ১৩৪ জন। ২৪০জন ছাত্রী ও ৩১৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান বলেন, জেলায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে যারা পরীক্ষায় অংশ নেয়নি তাদের ঝরেপড়ার আশঙ্কা কম। কারণ এরা আগামীতে অংশ নিতে পারবে। তাছাড়া অনেকে বিভিন্ন কারণে এলাকা থেকে চলে যাওয়ার কারণেও অংশ নিতে পারেনি। তাদেরকে আগামীতে পরীক্ষায় অংশগ্রহণ করাতে উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com