1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বিভক্ত বিএনপি’র পৃথক বিক্ষোভ

  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

স্টাফ রিপোর্টার ::
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিভক্ত বিএনপি পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
শনিবার সকালে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ করে বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল নেতৃত্বাধীন গ্রুপ। অপরদিকে কাজীর পয়েন্ট এলাকায় পুলিশি বাধায় মিছিল বের করতে না পারলেও গণজমায়েত করে কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাড. ফজলুল হক আছপিয়া সমর্থিত গ্রুপ।
ওইদিন সকাল ১১টায় পুরাতন বাসস্টেশন এলাকা থেকে জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কামারখাল ব্রিজ এলাকায় পৌঁছে পুলিশি বাধার মুখে পড়ে। বাধা অতিক্রম করতে না পেরে নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি আ.ত.ম মিসবাহ, অ্যাড. শেরেনূর আলী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, বিএনপি নেতা অ্যাড. শাহীন আহমেদ, নুর হোসেন, অ্যাড. জিয়াউর রহমান, অ্যাড. আমিরুল হক, আবুল কালাম আজাদ, ফুল মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।
অপরদিকে সকাল সাড়ে ১১টায় শহরের কাজির পয়েন্টের লতিফা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আয়োজিত গণজমায়েতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি আকবর আলী। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় গণজমায়েতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাদির আহমদ, সেলিম উদ্দিন আহমদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা হারুনুর রশীদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com