1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ভ্রমণ চারমিনার থেকে হাইটেক : সুখেন্দু সেন

  • আপডেট সময় বুধবার, ১৩ জুন, ২০১৮

রাত ন’টায় মুম্বাই থেকে বাস ছাড়লো। শুক্রবারের জন্য বাস ভাড়া সাড়ে ৮’শ রুপি থেকে বেড়ে ১২’শ রুপিতে গিয়ে ঠেকেছে। হায়দারাবাদের লোকজন যারা কর্মসূত্রে মুম্বাই অবস্থান করে সপ্তাহান্তে তাদের বাড়ি ফেরার তাড়াহুড়ার সাথে পাল্লা দিয়ে বাস ভাড়াও হুড়মুড় করে বাড়তে থাকে। সকাল থেকে মোবাইল ফোনে হায়দারাবাদবাসিনী দিদি’র সতর্কবার্তা বর্ষিত হল কয়েকবার। ভলভো বাসে আসবি। স্লিপিং কোচের টিকিট নিবি। সাবধানে আসিস… ইত্যাদি। শৈশব থেকে কৈশোর তারপর আরো কয়েকটি যুগ পেরিয়ে গেলেও কি এক গভীর মমত্বের বেড়াজালে আমার শৈশবটিকে ওর বুকের খাঁচায় বন্দি করে রেখেছে এর থেকে মুক্তি মেলেনি আর। আমাকে সাবধান করায়, শাসন করার এমন মরমী অধিকার তাই চিরকালের। একমাত্র ছেলে ইন্দ্রনীল, ছেলে বৌ স্বেতার সাথে কবিতায় পড়া শোলকবলা কাজলা দি’র জীবন্ত প্রতিচ্ছবি জলি দত্ত নামের এই দিদিটি এখন হায়দারাবাদের চিনথলমেট হ্যাপি হোম আইটি কমপ্লেক্সের ফ্ল্যাটে দুরন্ত নাতনী সালোলী’কে সামলাতে ব্যস্ত সময় কাটাচ্ছে। চারমিনার, গোলকু-া, নিজাম আর বিরানির শহর হায়দারাবাদ দেখার আগ্রহ সাথে আমার তাই অন্য আরেক আবেগও জড়িয়ে আছে।
পুনেতে অল্পের বিরতি দিয়ে রাতভর ছুটতে ছুটতে হায়দারাবাদ শহরের প্রান্তে বাস যখন থামলো তখন সকাল ১০টা। সেখান থেকে আরেকটি ছোট গাড়ি আমাদেরকে শহরের মধ্যস্থলে লাকড়ি-কা-পুলে নামিয়ে দিল। কোন কালে হয়তো কাঠের পুল ছিল। এখন বাগান শোভিত ঝকঝকে প্রশস্ত রাজপথ।
দাক্ষিণাত্যের এই অঞ্চলের স্বাধীন কুতুব শাহী বংশের চতুর্থ সুলতান মুহাম্মদকুলী কুতুব শাহ রাজধানী গোলকু-া থেকে সমতলে নেমে মুসী নদীর তীরে ১৫৯০ খ্রিস্টাব্দে এ শহরের গোড়াপত্তন করেন। রাজধানীও স্থানান্তরিত হয় এখানে। সুলতান তখন এক সুন্দরী নর্তকীর প্রেমে মজে আছেন। তাই প্রিয়ার নামে নাম- ভাগ্যনগর। দু’বছর পর নর্তকী ভাগ্যমতি যখন বেগম হয়ে মহলে প্রবেশ করেন তখন বেগমের নতুন নাম হায়দরমহল। সেই সাথে ভাগ্যনগরের নব-নামায়ন হায়দারাবাদ। নামকরণ নিয়ে ঐতিহাসিকদের মতভিন্নতা থাকলেও গোলকু-া দুর্গের রাণীমহলে সন্ধ্যার লাইট এন্ড সাউন্ড শোতে অভিতাভ বচ্চনের ভরাট কণ্ঠের ধারাবিবরণী এই তথ্য প্রকাশ করলো। ১৫৯১ খ্রিস্টাব্দে নবপ্রতিষ্ঠিত রাজধানীর কেন্দ্রস্থলে তৈরি হয় চারমিনার। ১৮০ ফুট উচ্চতা ও ৫০ থেকে ৯০ ফুট পরিধির চারটি মিনারের উপর ভিত্তি করে গ্রানাইট ও মার্বেল পাথরে তোরণ আকারে নির্মিত কারুকার্যময় চারমিনার মুসলিম স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন যা হায়দারাবাদের আইকন। চারমিনারের দোতলায় চারদিক ঘিরে ব্যালকনি এবং তৃতীয় তলায় ছোট মসজিদ। এটিই হায়দারাবাদের প্রাচীন মসজিদ। ১৫০টি ধাপ পেরিয়ে উপরে উঠা যায়। চারমিনারকে ঘিরে মুক্তোর বাজারসহ আদি হায়দারাবাদের যত বাজার। গরম হালিম আর বিরানির ম… ম… গন্ধে চারমিনার চত্বরের বাতাস ভারি হয়ে থাকে সবসময়। দাক্ষিণাত্য মুঘলদের মাথাব্যথার কারণ। দাক্ষিণাত্যে অভিযান পরিচালনা করতে গিয়ে মুঘল স¤্রাটের প্রায় ফতুর হওয়ার উপক্রম। কয়েবার ব্যর্থ হয়ে ১৬৮৭ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের বিশাল বাহিনী ৯ মাস গোলকু-া অবরোধ করে রাখার পর দুর্গের পতন ঘটলে কুতুব শাহী রাজত্বের অবসান ঘটে এবং হায়দারাবাদ মুঘলদের অধীনে আসে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির মুঘল শাসন দুর্বল হয়ে পড়লে সুবেদার কমর উদ্দিন সিদ্দিক আসফ-জাঁ ১৭২৪ সালে স্বাধীনতা ঘোষণা করে নিজাম-উল-মুলুক উপাধি ধারণ করেন। পরবর্তী দুইশত বছর এই আসফ-জাঁ এর বংশধরেরাই নিজাম-অব-হায়দারাবাদ নামে এই রাজ্যে স্বাধীন রাজকীয় শাসন বলবৎ রাখেন। ব্রিটিশ ভারতেও নিজমের নিজস্ব সৈন্য বাহিনী, পৃথক মুদ্রা, পৃথক ডাক ব্যবস্থা, রয়েল নিজাম রেলওয়ে চালু ছিল। সপ্তম নিজাম মীর ওসমান আলী খান আসফ জাঁ-এর সময় কালকে হায়দারাবাদের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। মুসী নদীর বন্যা ও প্লেগে বিপর্যস্ত হায়দারাবাদকে তিনি নতুন করে গড়ে তুলেন। খ্যাতনামা ব্রিটিশ স্থপতির তত্ত্বাবধানে ১৯১৪ থেকে সাত বছরব্যাপী ইন্দো-পারসিক স্থাপতের সংমিশ্রণে হায়দারাবাদ গড়ে উঠে এক পরিকল্পিত নগরী রূপে। বৃক্ষ শোভিত প্রশস্ত রাজপথ, লেক, বাগান, সরোবর শহরটিকে আরো মনোরম করে তুলে। হাইকোর্ট ভবন, জুবিলী হল, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, আশাফিয়া লাইব্রেরি, সালারজং মিউজিয়াম প্রভৃতি বিখ্যাত প্রতিষ্ঠান ও স্থাপনাগুলো সে সময়েই গড়ে উঠে। তখনকার সময়ে নিজাম বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রূপে প্রতিভাত হন। তুলনাহীন ছিল তার রতœভা-ার। প্রাসাদে ১১ হাজার কর্মচারী, নিজামের ব্যবহৃত ডিম্বাকৃতির হীরের পেপারওয়েট, গাড়ি বহরে নামি-দামি গাড়ির নিত্যসংযোজন তার ঐশ্বর্য্যরে আঁচ মেলে। কথিত আছে তৎকালীন সময়ে রোলস রয়েস গাড়ি শুধু টাকা থাকলেই কেনা যেত না, নেটিভদের নাকি এ গাড়ি চড়ার অধিকার ছিল না। নিজামের প্রতিনিধি এ গাড়ি কিনতে গেলে কোম্পানি তার কাছে গাড়ি বিক্রি করতে অস্বীকৃতি জানায়। পরে কোম্পানি নিজামের আভিজাত্য ও সম্পদের খবর জেনে তার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং গাড়ি কিনতে অনুরোধ জানায়। নিজাম রোলস রয়েস গাড়ি কিনলেন বটে তবে নিজে চড়লেন না। সেটি হায়দারাবাদ শহরের ময়লা সাফাইয়ের কাজে ব্যবহার করেছিলেন। ১৯৪৭ এ ভারতের স্বাধীনতা লাভের এক বছর পর হায়দারাবাদ ভারতীয় ইউনিয়নভুক্ত হয়। স্বাধীন ভারতে হায়দারাবাদ প্রথমে হায়দারাবাদ রাজ্যের রাজধানী, পরবর্তীতে অন্ধ্রপ্রদেশের। বর্তমানে নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের রাজধানীতে রূপান্তরিত হয়েছে।
রাজা গেছে, রাজ্য বদলেছে কিন্তু হায়দারাবাদ তার অতীত ঐতিহ্য আর বর্তমান বিজ্ঞান প্রযুক্তি আকাশছোঁয়া সাফল্য নিয়ে কেবল ভারতের পঞ্চম বৃহত্তম নগরীই নয়, বিশ্বের শীর্ষস্থানীয় আইটি সিটি হিসেবেও খ্যাত।
মধ্যযুগের পাঁচশত বছরের ইতিহাস বুকে নিয়ে শহর ছুঁয়ে জেগে থাকা গোলকু-া পাহাড় আর গ্রানাইট পাথরে গাঁথা দুর্গের চূড়া উঁকি দিয়ে দেখে, একবিংশ শতাব্দীর ইতিহাস গড়া নতুন হায়দারাবাদ। মনিকু-া, গাচ্ছিবউলি, মাধাপুরের হাইটেক সিটিতে এখন- গুগল, আমাজন, মাইক্রোসফট, ডেল, ফেসবুক, উইপ্রোসহ প্রায় ১৩শ দেশি-বিদেশি ও বহুজাতিক তথ্য-প্রযুক্তি সংস্থার ঘাঁটি। সাইবার টাওয়ার, সাইবার গেটওয়ে, ইনফোসিটি, মাইন্ডস্পেইস, মেরিনার, এইচআইসিসি, ডেলোটি প্রভৃতি অত্যাধুনিক নজরকাড়া বিশাল বিশাল ক্যাম্পাসে অফিস খুলে বসে আছে দেশি-বিদেশি অসংখ্য সংস্থা। এখন হাইটেক বলতেই হায়দারবাদ। হাইটেকের প্রতিরূপ- ঐওঞঊঈ (ঐুফৎধনধফ ওহভড়ৎসধঃরড়হ ঞবপযহড়ষড়মু ঊহমবহবৎরহম ঈড়হংঁষঃবহপু)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com