দিরাই প্রতিনিধি ::
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটির দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় ধল বাজার সংলগ্ন ধল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক-এর সভাপতিত্বে হাওর বাঁচাও আন্দোলন কমিটি দিরাই উপজেলা শাখার সদস্য নুরুল আজিজ চৌধুরী ও দীন ইসলামের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন দিরাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক তুরণ মিয়া, সদস্য সচিব সামছুল ইসলাম সরদার খেজুর, সুনামগঞ্জ কামিটির সদস্য সালেহীন চৌধুরী শুভ, একে কুদরত পাশা। বক্তব্য রাখেন হিরন দাস, আব্দুস সালাম, সামিরুল ইসলাম, মাসুক মিয়া, আলী আহমদ, বদরুল আমিন, আখলাকুর রহমান, আফজাল হোসেন, মিন্টু মিয়া, জামাল উদ্দিন, আবু ছৈয়দ প্রমুখ। সভায় আগামী বৃহস্পতিবার তাড়ল ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।