জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজারের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ব্যবসায়ীদের ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ৬৯ সদস্যবিশিষ্ট জগন্নাথপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি গঠন করা হয়।
জগন্নাথপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দরা হলেন সভাপতি মিন্টু রঞ্জন ধর, সহ-সভাপতি আবদুন নুর, মিহির রায়, নির্মল সেন, মির্জা শাহিন মিয়া, সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, যুগ্ম-সম্পাদক কদ্দুছ মিয়া, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম রানা, জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ আউয়াল মিয়া, সহ-সম্পাদক অরুণ গোপ ও প্রচার সম্পাদক জ্যোতির্ময় গোপ।