ধর্মপাশা প্রতিনিধি ::
শিলং-তীর খেলা নামের জুয়ার আসর পরিচালনায় জড়িত থাকার অভিযোগে ধর্মপাশা উপজেলার বংশীকুল্লা উত্তর ইউনিয়নের রংপুর গ্রামের বাসিন্দা মো. খাইরুল মিয়া (২৪) নামের এক যুবককে গতকাল বৃহস্পতিবার সকালে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বলেন, ইন্টারনেটের মাধ্যমে ভারতের শিলংয়ে অনুষ্ঠিত তীর খেলা নামের জুয়ার আসর পরিচালনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বংশীকুল্লা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার থেকে জুয়াড়ি খাইরুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়েছে।