বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
যাদুকাটা নদীপথের বালিজুরি এলাকায় নৌ-দুর্ঘটনায় ১৩ বালু-পাথর শ্রমিক আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দু’টি স্টিলবডি নৌকার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও নামক গ্রামের জুলহাস মিয়া (৪৫), আশিক নূর (৫৫), রুসমা বেগম (৪০), শাহ জাহান মিয়া (৪০), মুস্তাকিন মিয়া (২০), সেরুয়ার আলম (২৫), সমুজ আলী (৬০), আলাল মিয়া (৩০), সাইফুল (১৮), তুলা মিয়া (৬৫), মঞ্জুর আলী (৪০), মনির মিয়া (২৫), উজ্জ্বল মিয়া (১৮)। আহতদের মধ্যে ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে বাকিরা বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের শ্রমিক সর্দার হেলাল মিয়া জানান, ৫৩ শ্রমিক নিয়ে একটি নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি স্টিল নৌকা শ্রমিকবাহী নৌকাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রায় ৩০/৩৫ জন শ্রমিক আহত হন। পরে স্থানীয় গ্রামবাসী তাদের উদ্ধার করেন। স্টিল নৌকার চালক পালিয়ে যায়। বর্তমানে তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের ওমরগণি’র এ স্টিল নৌকাটি আটক অবস্থায় রয়েছে।