জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে তক্ষকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয় এবং উদ্ধারকৃত তক্ষকটি সিলেট বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানাগেছে, গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রামের সুনু মিয়ার ছেলে লিপন মিয়াকে (২৪) একটি তক্ষকসহ গ্রেফতার করে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয় এবং গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে উদ্ধারকৃত তক্ষকটি সিলেট বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।